• আইন ও আদালত

    কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৪ , ১:১৭:১১ প্রিন্ট সংস্করণ

    মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া:

    বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলায় মাঠ পর্যায়ে পরীক্ষা আগামী ০৪,০৫ ও ০৬ নভেম্বর ২০২৪ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সৎ, মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ার লক্ষে নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যদের পুলিশ হেডকোয়ার্টার্স এর বিভিন্ন নির্দেশনা প্রদান করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। এ সময়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুসফিক খান সহকারী পুলিশ সুপার (ফি্ন্যান্স) পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা।

    সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য, শারিরীকভাবে উত্তম ও মেধাবীদের দেশসেবার ব্রতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর কুষ্টিয়া জেলা পুলিশ। ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পলাশ কান্তি নাথ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) কুষ্টিয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ