প্রতিনিধি ৫ মে ২০২১ , ১১:৩০:৩৯ প্রিন্ট সংস্করণ
মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার মনোহর মোল্লার বাড়িতে প্রতিদিন বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত রমরমা জুয়ার আসর বসছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে । জানা যায় চর মিলপাড়া মনোহার মোল্লার বাড়িতে তার বড় মেয়ে মনোরা খাতুন (৪০) ও একই এলাকার শাজাহানের ছেলে মুফা (৪৫) জুয়ার বোর্ড বসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। বর্তমানে চর মিলপাড়া এলাকায় এই জুয়া খেলাকে কেন্দ্র করে ঘটছে নানা ধরনের অপকর্ম।
যার ফলে উক্ত এলাকায় চুরি,ছিনতাই,রাহাজানী মারামারি সহ বিভিন্ন ধরনের অপকর্ম দিন দিন বেড়েই চলেছে। এ সমস্ত জুয়া খেলানোর পেছনে রয়েছে এলাকার প্রভাবশালী নেতারা। যারফলে বিভিন্ন অপকর্ম দেখেও প্রতিবাদ করতে ভয় পায় সাধারন জনগন। তাই এলাকার সচেতন মহলের দাবি যথাযথ কর্তৃপক্ষ দ্রুত এই জুয়া খেলার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবেন।