আহমাদুল্লাহ হাবিবী-মোড়েলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ মুজাহিদ কমিটির কুষ্টিয়া জেলার মারকাজ"কুষ্টিয়া ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মুজাহিদ কমিটি কুষ্টিয়া জেলা শাখার ২০২২-২৩ইং,সেশনের কমিটি গঠন করা হয়, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কুষ্টিয়া জেলার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন: মুফতী মোখতারুজ্জামান দা•বা• সেক্রেটারি: মুফতী বেলাল হোসেন দা•বা•, সাংগঠনিক সম্পাদক: মুফতী ফরিদ উদ্দিন আবরার দা•বা• বাংলাদেশ মুজাহিদ কমিটি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি (সদর)হিসেবে পূনরায় নির্বাচিত হয়েছেন: আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ বিন হানিফ দা•বা• নায়েবে সদর-১ মাওঃ ইউনুস আলী দা•বা• নায়েবে সদর-২ মুফতী মুজাম্মিলুল হক দা•বা• সাধারণ সম্পাদক: আলহাজ্ব শিহাব উদ্দিন, যুগ্ন সম্পাদক: মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক: মুফতি মোখতারুজ্জান,দপ্তর সম্পাদক: মোঃ আব্দুল মোমিন, সহ-দপ্তর সম্পাদক: মুফতী জাফর আহমদ, সহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: খন্দকার গোলাম মাওলা, secretary-general বাংলাদেশ মুজাহিদ কমিটি, দপ্তর সম্পাদক: আলহাজ্ব নাসির উদ্দিন কেন্দ্রীয় কমিটি (বামুক) মুফতী আ:জলীল কেন্দ্রীয় সংগঠন সমন্বয়ক (বাকুশি)খুলনা বিভাগীয়(বামুক) সাধারণ সম্পাদক: মুফতি আরিফ বিল্লাহ, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন: খুলুসিয়াত ও তাজকিয়ায়ে নফসের মাধ্যমে জাতির চরিত্র গঠন করতে পারলে সমাজে অন্যায়,অত্যাচার,নারী নির্যাতন, রাহজানি, চুরি,দুর্নীতি,নির্মূল হয়ে যাবে, শিশুদেরকে বুনিয়াদি শিক্ষা কোরআনের মাধ্যমে দিতে পারলে সে নিজে সমাজে একজন প্রতিষ্ঠিত আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে, সে লক্ষ্য অর্জনের জন্য বাকুশি বোর্ডের ভিশন ৬৮হাজার গ্রামে ৬৮ হাজার গ্রামে কোরআনী মক্তব প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলছে,অবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.