• খুলনা বিভাগ

    কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে যুবকের উন্মত্ত আচরণ।

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২২ , ৫:৫৭:৩৮ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টার:

    গত:০৫/০২/২০২২ইং, শনিবার, কুষ্টিয়ায় দিন-দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরালের উপর উঠে এক যুবককে উন্মত্ত আচরণ করতে দেখা যায়, এদিকে ম্যুরাল চত্বরে সার্বক্ষণিক পুলিশি পাহারা থাকার কথা থাকলেও কিভাবে জনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে ঐব্যক্তি ম্যুরাল বেয়ে উপরে উঠেছে তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে, ঘটনাটি ঘটেছে শহরের জনাকীর্ণ পাঁচ রাস্তা এলাকায় বিকাল:৩ টায়, উল্লেখ ম্যুরালটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত, তারপরও কিভাবে এটা ঘটলো তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন,পথচারীরা এ ঘটনা দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বের ঐ ব্যক্তি স্হান ত্যাগ করে পালিয়ে যায়, এদিকে জৈনক পথচারী এ ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ ফেসবুকে আপলোড করলেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়, এবং ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ঐ ব্যক্তিকে শনাক্তের জন্য আদাজল খেয়ে মাঠে নামে। তারপর ঘটনার মাত্র ৩০ মিনিটের মধ্যেই শহরের বড় বাজার হতে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়, উক্ত ব্যক্তি ও অপ্রকৃতস্হ নাকি উপরে উঠার পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে, এমনটা জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা,পুলিশ জানায় আটক ব্যক্তির নাম: শাকিল, বাড়ি: জয়পুরহাট।ঘটনার পরপরই দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।আটক ব্যক্তিকে পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, কুষ্টিয়ার পুলিশ সুপার: খাইরুল আলম বলেন:সিসি ফুটেজ খতিয়ে দেখাসহ তথ্য-উপাত্তের ভিত্তিতে বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে ঐ ব্যক্তি একাই জড়িত না অন্য কেউ আছে,তা তদন্তের মাধ্যমে বের করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন, কুষ্টিয়ার পুলিশ সুপার।২০২০ এর ৪ ডিসেম্বর কয়েকজন দুষ্কৃতিকারী একই কায়দায় ঐ নির্মাণাধীন ম্যুরারেল উপর আঘাত হানে ও ভাংচুর চালায়, এঘটনায় শহরতলীর একটি মাদ্রাসার ২জন শিক্ষক ও ২জন ছাত্রকে গ্রেফতার করে, তারপর থেকেই ম্যুরালের পাশে সর্বক্ষন ৩জন পুলিশ পাহারার জন্য মোতায়েন করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ