প্রতিনিধি ৯ জুলাই ২০২৩ , ১০:২১:২৪ প্রিন্ট সংস্করণ
মোঃ লিখন উদ্দীন প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার ইবি থানাধীন পিয়ারপুর গ্রামে একটি ইজিবাইক চোর ধরার পর তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই চোরের বাসা ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার খলিশা কুন্ড গ্রামে বলে জানাগেছে। ইজিবাইক চুরি করছে ঝিনাইদহ জেলার, হরিণাকুন্ডু উপজেলার, বাহাদুরপুর গ্রাম থেকে ইজি বাইক নিয়ে গতকাল দিনেদুপুরে পালানোর সময় ওই চোরকে কিছু মানুষ দেখে ফেলে।
তাকে তাড়া করলে ইজিবাইক রেখে ইবি এলাকার কুমার নদে লাফ দেয় দেয় চোর। পরে গ্রামবাসী কুমার নদ থেকে তাকে ধরে নিয়ে আসে এবং হালকা গণপিটনি হয় এবং ইবি থানা ধীন আব্দালপুর ক্যাম্পের পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ গাড়িসহ চোর কে ইবি থানায় নিয়ে যায়।