• আইন ও আদালত

    কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ সুপারের অংশগ্রহণ

      প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৪ , ৭:৪৩:১৬ প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    অদ্য ১৪ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়াতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত জেলা আইন-শৃঙ্খলা সভায় সম্মানিত কুষ্টিয়া জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়। সভায় পুলিশ সুপার মহোদয় অত্র জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া,

    অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে পুলিশ সুপার মহোদয় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “বিশ্ব মান দিবস-২০২৪“ শীর্ষক সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ