প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৮:০১:১৪ প্রিন্ট সংস্করণ
সাগর দেব নাথ,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা থেকে নিখোঁজের দুইদিন পর ইপিজেডের একটি কারখানার কর্মচারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ইপিজেড কর্মচারী ছিদ্দিকুর রহমান (৩৫) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। গত বুধবার রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মহারং বাজার থেকে উদ্ধার করে পুলিশ।
এর আগে গত ৯ নভেম্বর সোমবার ছিদ্দিকুর রহমান কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছে মর্মে ১০ নভেম্বর মঙ্গলবার তার মা লুৎফুন নাহার সদর দক্ষিণ থানায় জিডি করেন।
বস্তাবন্দি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, মরদেহ সনাক্ত করা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে, শীঘ্রই এ ঘটনার সাথে জড়িতদের আটক করা হবে।