সাগর দেব নাথ,বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দিতে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্বার করেছে মডেল থানা পুলিশ।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিন পাশে উত্তর সেন্দি তাসফিন সিএনজি পাম্পের নজেল ম্যান ছিলো হৃদয় সরকার (২০)।
১ জুন সোমবার সকালে পাম্প সংলগ্ন পশ্চিম পাশে কাঠ বাগানের জমিতে তার লাশ পরেছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পাম্পের ম্যানেজার শেখ তমিজ জানান, হৃদয় রবিবার রাত ৮টার দিকে গ্যাস বিক্রির টাকা জমা দিয়ে বাইরে যাওয়ার পর ফিরে আসেনি।নিকটবর্তি দক্ষিণ গাজীপুর (পূর্ব দিঘির পাড়) মিন্টু মিয়ার ছেলে হৃদয় কয়েক বছর ধরে প্রথমে এক্সপির্ড সিএনজি পাম্পে চাকরি করতো,পরে একই মালিকানাধীন তাসফিনে চাকরি করে আসছিল।
হৃদয়ের শরীলে বিভিন্ন আঘাতের চিহৃ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী এবং মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম।হত্যা রহস্য উদঘাটন ও ঘাতক আটকে পুলিশ কাজ করছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.