• আইন ও আদালত

    কুমারখালীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৪ , ৯:১৮:০৬ প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়া (কুমারখালী) থানার এলঙ্গী মাথাভাঙ্গা সার্বজনিন পূজা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার, কুষ্টিয়া, জনাব মোঃ মিজানুর রহমান। পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার, কুষ্টিয়া, জনাব মোঃ মিজানুর রহমান পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরী সেবার মোবাইল নাম্বার সমূহ মন্দিরের প্রকাশ্য স্থানে স্থাপন করার পরামর্শ প্রদান করেছেন। পুলিশ সুপার মহোদয় বলেন-শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী সময়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা,

    আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ তারেক জুবায়ের (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবু রাসেল , অফিসার ইনচার্জ কুমারখালী থানা জনাব মোঃ নজরুল ইসলামসহ কুষ্টিয়া জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ