মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কুড়ালিয়ায় ট্রাকচাপায় অটোরিকশায় থাকা ভাই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে সদর উপজেলার কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো, কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী এলাকার সিদ্দিক হোসেনের ছেলে মুকুল (২৫) ও তার বোন লিপি খাতুন (২৮)। আহতরা হলেন, একই গ্রামের অটোরিকশা চালক নয়ন ও যাত্রী ফিরোজা খাতুন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে লিপি খাতুনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কাজিপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুড়ালিয়া এলাকায় পৌছালে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ চার যাত্রী গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.