• Uncategorized

    কুখ্যাত অস্ত্রধারী সুলতান র‍্যাবের হাতে আটক

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ১১:৫৯:৩০ প্রিন্ট সংস্করণ

    নাহিদ সুমম-জীবননগর চুয়াডাঙ্গাঃ

    কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী সুলতান আলী মন্ডল (৫৭)কে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প। সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের বুধবার বিকেলে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে গ্রেফতার করে।

    কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী সুলতান আলী মন্ডল (৫৭), কুতুবপুর দক্ষিণপাড়ার মৃত ফকির মন্ডলের ছেলে। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১ টি সচল ওয়ান শুটার গান এবং ০১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি ও চাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

    গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি ১৯৯৫ সালে আলমডাংগা থানার একটি অস্ত্র মামলায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ