কিশোরদের মাঝে ক্রমাগত অপরাধ বাড়ার পেছনে পাবজি গেম আসক্তি বড় ভুমিকা রেখেছে বলে পুলিশের কাছে বিভিন্ন তথ্য পাওয়া যায়।
সম্প্রতি রাজধানীর বাড্ডাতে ১৫ বছর বয়সী এক যুবক বাবা-মা ও মামার কাছ থেকে মুক্তি পন আদায় করতে নিজেকে অপহরণ নাটক সাজিয়েছেন তিনি। সিনেমার গল্পকেও হার মানায় সেই ঘটনাটি। ঐ কিশোর নামাজের কথা বলে বের হয় বাসা থেকে। এরপর হঠাৎ সেই কিশোরের বাবার মুঠোফোনে আসে ক্ষুদেবার্তা। সেখানে বলা হয়, অপহরণ করা হয়েছে আপনার ছেলেকে। একইসাথে দাবি করা হয় সাত লাখ টাকা মুক্তিপণ। নইলে মিলবে ছেলের মরদেহ।
ক্রমাগত আসতে থাকে এমন ক্ষুদেবার্তা। এতে উদ্বেগ-উৎকণ্ঠার পর মা-বাবা ছুটে যান পুলিশের কাছে। উদ্ধার হয় কিশোর। কিন্তু ধরা পড়েনি অপহরণকারী। সংক্ষিপ্ত ঘটনা ছিল এটি।
পুলিশের তথ্য থেকে পাওয়া যায়, শুক্রবার জুমার নামাজের কথা বলে রাজধানীর বাড্ডার বাসা থেকে বের হয় এই কিশোর। কিছুদূর সামনেই তাদের ফার্নিচার কারখানা। কিছুক্ষণ বসে থাকে সেখানে। পরে তাকে চলে যেতে দেখা যায়। নামাজ শেষ হওয়ার পর আর বাসায় ফেরেনি সেই কিশোর।
হঠাৎ তার বাবার মোবাইল ফোনে একটি ক্ষুদেবার্তা আসে। বলা হয়, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। টাকা না পেলে হুমকি দেয়া হয় ছেলেকে মেরে ফেলার। একই রকম ক্ষুদেবার্তা আসে তার মামার মোবাইলেও। তবে সব মেসেজ আসে কিশোরের মোবাইল থেকেই। পাঠানো হয় নির্যাতনের ছবিও। কোনো উপায় না দেখে বাবা ছুটে যান থানায়। প্রথমে সাধারণ ডায়েরি এবং পরে অপহরণ মামলা করা হয়। থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশও।
তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা শনাক্ত করতে সক্ষম হয় অপরহণকারীর অবস্থান। এরই মধ্যে ওই কিশোরের বাবা অপহণকারীকে ২০ হাজার টাকা পাঠান। বিকাশের দোকান থেকে সেই টাকা তুলতে দেখা যায় কিশোরকে।
গোয়েন্দা পুলিশ অভিযানে গিয়ে দেখতে পান অপহরণকারী আর কেউ নয়, ওই কিশোর নিজেই। তার পাশাপাশি উদ্ধার করা হয় অন্য এক কিশোরীকেও। উন্মোচিত হয় অপহরণ নাটক। সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোর জানায়, বাবা-মায়ের সঙ্গে রাগ করেই অপহরণ নাটক সাজায় সে। বাসা থেকে বের হয়ে গাজীপুরে চলে যায় প্রেমিকার বাড়িতে। পরিকল্পনা ছিলো তাকে নিয়ে ঘুরতে যাওয়ার। তবে কিশোরীর দাবি অপহরণ নাটক সম্পর্কে জানতো না সে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.