প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ১০:২৫:১৩ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশাল হিজলা উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার, ২০২৩-২৪ সালের, জামাতে মেশকাত (ডিগ্রী) শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, ইসলামী শিক্ষানুরাগী, বরিশালের কৃতি সন্তান, রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান ৷ আরও উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শাইখুল হাদীস ওস্তাজুল আসাতিজা আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, জনাব আলহাজ্ব আব্দুল মান্নান ঢালী, আলহাজ্ব মাঈনুদ্দিন খাঁন, কাজী ফারুক, সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক, দানবির, এফ এ আর গ্রুপের মাননিয় চেয়ারম্যান, জনাব আলহাজ্ব আব্দুল কাদের ফারুক ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দোয়া মুনাজাতের শেষে শিক্ষার্থীদের নিজের হাতে পাগড়ী প্রদান করেন ও উপহার সামগ্রী বিতরণ করেন । এ বছর কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসায় ১০ জন শিক্ষার্থী পাগড়ী ও বিদায় নিয়েছে । (১) আব্দুর রাজ্জাক পিতা আবুল বাসার আকন গ্রাম গুয়াবাড়ীয়া হিজলা (২)মোঃ আলআমীন পিতা রত্তন হাওলাদার গ্রাম শ্রীপুর বড়জালিয়া হিজলা ৷
(৩)মোঃ ফরহাদ চোকিদার পিতা আবুল হোসেন চোকিদার গ্রাম খাগের চর মেমানিয়া হিজলা ৷(৪) জাফর আহমদ পিতা মোঃ খোরশেদ ঢালী গ্রাম গুয়াবাড়ীয়া হিজলা ৷ (৫) মোঃ তোফায়েল আহমদ পিতা শাহাবুদ্দিন মাতুব্বর গ্রাম মেমানিয়া হিজলা ৷(৬) মোঃ ইউসুফ সিকদার পিতা মৃত্যু মঞ্জুর সিকদার গ্রাম পূর্ব কোড়ালিয়া গুয়াবাড়ীয়া হিজলা ৷(৭) মোঃ মুহিব্বুল্লাহ হাওলাদার পিতা নাসির উদ্দিন হাওলাদার গ্রাম চরকালেখা মুলাদী ৷ (৮) মোঃ ইমরান খাঁন পিতা মৃত্যু আনোয়ার হোসেন খাঁন গ্রাম ইন্দুরিয়া মেমানিয়া হিজলা ৷ (৯) মোঃ নেছারউদ্দিন পিতা খলিলুর রহমান রাড়ী গ্রাম খুন্না গবিন্দপুর বড়জালিয়া হিজলা ৷ (১০) ফরহাদ বেপারী পিতা আঃরশিদ বেপারী গ্রাম গুয়াবাড়ীয়া হিজলা ৷
অনুষ্ঠানে কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খাঁন বলেন, প্রধান অতিথি আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান এতো বয়স হওয়ার পরেও এই অনুষ্ঠানে আসা আশ্চর্যের বিষয়, আল্লাহ তালার কোরআনের এলেম তার সিনায় থাকার কারনে এই কোরআনী শক্তিকে তার নিজ এলাকায় তিনি এসেছেন, তার আগমনে কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আনন্দিত ও গর্বিত ৷