প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ৩:৩৯:৪২ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গ্রাম পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ১৫ জুন ২০২২ সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের স্বাস্থালে এ ঘটনা ঘটে। ঘটনার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজ
ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের দলীয় সমার্থকদের সাথে সিংগারা পুরি খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এরই জেরে একপর্যায় দুই পক্ষের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ সময় দশটি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে গ্রাম পুলিশ সদস্যসহ আহত হয় ২০ জন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজমান।