প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২২ , ৫:০০:১৯ প্রিন্ট সংস্করণ
এস আর,সোহেল রানা,তানোর (রাজশাহী),প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড় গ্রামে মাটির রাস্তার উন্নয়ন, পুকুরের প্রটেকশান ওয়াল নির্মাণ ও মাটি ভরাটের কাজ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদের কাবিখা (বিশেষ) বরাদ্দের অর্থায়নে এসব উন্নয়ন কাজ করা হচ্ছে।এদিকে ২৫ ফেব্রুয়ারী শুক্রবার সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এসব উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, ইউপি সদস্য আলাউদ্দিন আলী, লুৎফর রহমান, তোফায়েল আহম্মেদ ও মিজানুর রহমানপ্রমুখ। অপরদিকে দীর্ঘদিন পর এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ শুরু হওয়ায় গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়েছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।