প্রতিনিধি ১১ জুন ২০২২ , ৯:৩৫:১৭ প্রিন্ট সংস্করণ
মোঃ মিজানুর রহমান-জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে লিটন(৪৭)নামে একজন নিহত হয়েছে।
শনিরবার (১১জুন)সকাল ১০.৩০টার সময় ঢাকা-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় নিহত লিটন উপজেলার জামতৈল ইউনিয়নের চর টেংরাইল গ্রামের জেডিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত সামসুল হকের ছেলে।
নিহত লিটন বাজার করে বাড়িতে যাওয়ার পথে জামতৈল রেলওয়ে স্টেশন পারাপারের সময় লালমনিরহাট এক্সপ্রেস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত হয়। এবিষয়ে জামতৈল জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজার করে বাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে ।