উজ্জল আহমেদ-নিজস্ব প্রতিবেদকঃ
নীলফামারী সদরের পালাশবাড়ী ইউনিয়নে কানাইকাটায় তেতুলতলার গুন্টিরপাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নাইট শো টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়।বুধবার ২৫/১২/২০২৪ ইং নুমা নিধী ডেকোরেশন ও যুব সমাজের উদ্যোগে সন্ধায় পর ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহন করে যে দুটি দল-পালাশবাড়ী আরজী ইটাখোলা বিয়েছ পাড়া বনাম, নীলফামারী ব্রাইট স্টার ক্রিকেট ক্লাব। খেলার উদ্বোধণ করেন, সভাপতি বিএনপি পালাশবাড়ী ইউনিয়ন শাখা অধ্যাপক জগদীশ চন্দ্র রায়।
উক্ত ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন, পরিচালকঃ আরোফিন আটো ও মিনিস্টার শোরুম নীলফামারী মোঃ জয়নাল আবেদীন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সভাপতি বিএনপি পালাশবাড়ী ইউনিয়ন শাখা, অধ্যাপক জগদীশ চন্দ্র রায়।বিশেষ অতিথি, আমীর জামায়াত ইসলামি পালাশবাড়ী মোহাম্মদ আলী।সাধারণ সম্পাদক বিএনপি পালাশবাড়ী ইউনিয়ন শাখা,মোঃ নজরুল ইসলাম,
সাবেক সাধারণ সম্পাদকনবিএনপি পালাশবাড়ী ইউনিয়ন মোঃ আব্দুর সাক্তার,সাংগঠনিক সম্পাদক বিএনপি পালাশবাড়ী ইউনিয়ন শাখা মোঃ মশিউর রহমান, প্রধান শিক্ষক ঙ্গানদাস কানাইকাটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মোঃ সাইদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খেলা দেখার দর্শক গণও স্থায়ীরা।ফাইনাল খেলায় বিজয়ী হন নীলফামারী ব্রাইট স্টার
ক্রিকেট ক্লাব, খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দগণ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.