প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২২ , ৩:৩০:৪৮ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জের প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে ১৪’ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বিকাল তিনটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলল সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন মাস্টার, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত, বীর মুক্তিযুদ্ধা আব্দুস সালাম, জিএম তালুকদার, পিআইও একেএম শাহ্ আলম মোল্লা, মহিলা বিষয়ক কর্মকতা চিত্রা রাণী, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, বিয়াড়া নুরনবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, মেঘাই উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক আব্দুল মতিন, অন্য রকম বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক ইয়াসিন আলী প্রমুখ। ইউএনও সুখময় সরকার জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।