মো: সাদ্দাম হোসেন মুন্না-স্টাফ রিপোর্টার:
সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহন চাঁদাবাজদের উপদ্রুপ হয়েছে। গত সাড়ে ৪ মাসে ১৬ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক চাঁদাবাজদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চাঁদাবাজদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশ তৎপর হওয়ার দাবি জানান পরিবহন মালিক ও শ্রমিকরা।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে হাইওয়ে পুলিশ প্রতিনিয়তই অভিযান পরিচালনা করছেন। এসব অভিযানে গত সাড়ে ৪ মাসে মো: সাইফুল, শরিফ, লিখন মোল্লা, জাকির হোসেন, হৃদয়, পলাশ, আক্তার খান, সোহাগ, সুজন, জনি, আব্দুল্লাহ, হৃদয় হোসেন আকাশ, ও রাব্বি নামে ১৬ জন চাঁদাবাজকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।
পরিবহন শ্রমিকরা জানায়, পুলিশ এক চাঁদাবাজকে আটক করলে আরেক চাঁদাবাজ রাস্তায় নামে।তাই হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশকেও এসব চাঁদাবাজদের বিকরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান শ্রমিকরা
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি ইব্রাহীম জানান, কোন অবস্থাতেই কাউকে মহাসড়কে চাঁদাবাজি করতে দেওয়া হবেনা। তথ্য প্রমাণ পেলেই চাঁদাবাজ গ্রেপ্তার করা হচ্ছে। চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম সুমন বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে থানা পুলিশ সর্বদায় তৎপর রয়েছে। গত সোমবারেও হাইওয়ে পুলিশ একজন চাঁদাবাজকে ধরে থানায় হস্তান্তর করলে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মহাসড়কে কোন বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করলেই তাকে আইনের আওতায় আনা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.