নিউজ ডেস্ক :
পাকিস্তানের জনবহুল শহর করাচিতে একটি ব্যাংকের শাখায় বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। গতকাল শনিবার বিকেলে করাচির শিল্পাঞ্চল হিসেবে পরিচিত শের শাহ এলাকায় হাবিব ব্যাংকের একটি শাখায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।।একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসের লাইনের ত্রুটি থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে।
যে ভবনটিতে এই বিস্ফোরণ ঘটেছে, সেটির নিচ দিয়ে একটি পয়োনিষ্কাশনের নালা ও গ্যাস সরবরাহের পাইপলাইন গেছে।
ব্যাংকের কাছাকাছি একটি পেট্রলস্টেশন ও গাড়ি পার্কিংয়ের স্থানেরও ব্যাপক ক্ষতি হয়েছে বিস্ফোরণে। বিস্ফোরণে ব্যাংক ভবনের মেঝে উড়ে রড বের হয়ে গেছে।দেশটির পুলিশ কর্মকর্তা সরফরাজ নেওয়াজ বিবিসিকে জানান, এই ঘটনায় বোমা নিষ্ক্রিয়করন দল তদন্ত করেছে। তবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.