• চট্টগ্রাম বিভাগ

    কমলনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী

      প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ৩:৫৬:১২ প্রিন্ট সংস্করণ

    এইচ.এম.আল-আমিন-স্টাফ রিপোর্টার:

    আজ সন্ধ্যায় হাজিরহাট নবাব রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন ও ইফতার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হিসেবে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক কমলনগর উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবির ও ভাইস চেয়ারম্যান হিসেবে কমলনগর উপজেলা নাইবে আমীর ডাঃ নূর উদ্দিন মাহমুদ এর নাম ঘোষনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামের লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক এ আর হাফিজ উল্যা। রাজনৈতিক দল হিসেবে কমলনগর উপজেলা নির্বাচনে সর্বপ্রথম প্রার্থীতা ঘোষনা করেন বাংলাদেশ জামায়াত ইসলাম। এ সময়ে কমলনগর উপজেলার সাংবাদিকগণ ও বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা ও উপজেলার অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ প্রথম ধাপে কমলনগর উপজেলার নির্বাচনসহ দেশের ১৫২টি উপজেলা পরিষদের মধ্যে আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তাফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ