প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ১১:০১:৩৮ প্রিন্ট সংস্করণ
এইচ.এম.আল আমিন-স্টাফ রিপোর্টার:
আজ শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি এইচএম হোসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. মেহেদী হাসান জাবের এর সঞ্চালনায় আইএবি উপজেলা কার্য়ালয়ে “ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি একেএম আবদুজ জাহের আরেফী৷
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এসেও দেশ আজ ক্লান্তিকাল অতিক্রম করছে৷ ভূলন্ঠিত হয়েছে স্বাধীনতার মূল প্রতিপাদ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার৷ ফলে মানুষ ভাত ও ভোটের অধিকার হারিয়েছে৷ এদেশে রাষ্ট্রভাষা থেকে শুরু করে ৭১ -এর মহান স্বাধীনতার সংগ্রাম সহ সকল আন্দোলনের সাফল্য এসেছে ছাত্রদের হাত ধরে৷ বর্তামান সরকার মানুষের মৌলিক অধিকার কেঁড়ে নিয়েছে৷ ব্যাংকগুলো লুট করে বিদেশে টাকা পাচার করেছে৷ বাজার সিন্ডিকেট, খুন,গুম ধর্ষন প্রমান করে এই সরকার একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যার্থ হয়েছে৷ এই ব্যার্থতা থেকে উত্তরণের জন্য ছাত্র সমাজকে আরও অগ্রণী ভুমিকা পালন করতে আহবান জানান৷
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি মোঃ রেদোয়ান হোসাইন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি মুফতি মাুহাম্মদ শরিফুল ইসলাম, রামগতি উত্তর শাখার সভাপতি মুফতি হারুনুর রশিদ, জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ ইউসুফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মাদ শোরাফ উদ্দিন (স্বপন), কমলনগর উপজেলা শাখার সভাপতি ডাঃ মুহাম্মদ রিয়াজ হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম মেরাজ৷
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আলিয়া মাদ্রাসা সম্পাদক আলী আক্কাস ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সাঈদ, কমলনগর উপজেলা শাখার সহ-সভাপতি নাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মোঃ রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুন’সহ থানা ও ইউনিয়নের প্রমূখ নেতৃবৃন্দ৷