প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২১, ৭:৪২ অপরাহ্ণ
কবিতা
// বাজিয়ে দাও হ্নদয় শঙ্গ\\
পাখিদের গান আর বোবাদের কথা,
দুই অব্যক্ত;
অতৃপ্ত কন্ঠ দুটি অযথা গেয়ে যায়
কে বুঝে সে ব্যক্ত?
সে গানে নেই রাগিনী- ভৈরবী -কাহরবা সুর
নেই বর্ণমালা,
হারমোনিয়াম- অক্টবেট - বাশিঁর করুন সুর
সুরেলা বেহেলা।
অন্তরের কোণে ঘৃণা জম্মে বিস্পোরণ ঘটে
( পাখি) কোলাহল,
শব্দহারা বাক্য গুলি সাগরের ঊর্মি'র মত
(বোবা )কল্লোল।
নিরর্থক সব ডাকাডাকি সব অবাক্যের গান
কে বুঝে?
কেউ এসো মেশিন বসাও হ্নদয়ের কথারা
উটবে বেজে।
✍✍পরিক্ষীত দাশ?
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.