মেঘমাল্য
কানিজ তানজিমা ববি
ঐ সুদূর নীলাকাশ
সাদা মেঘের পসরা সাজিয়ে বসেছে।
মা'কে বলতাম,
ধরনীর বুক থেকে
তুলারাজি উড়ে গিয়ে,
নিজেদের সাজিয়েছে কি অমন
দৃষ্টিনন্দন সাজে?
ঠিক তাই হবে মা,
আমাদের ঐপুকুরপাড়ের
যত বাঙ্গাতুলা,
সবই তো উড়েই যায়
ঐ সুদূর নীলাকাশ পরে।
এমন আরো কতো শত
তুলারাজিরা উড়ে,
একজোট হয়ে তারা
মায়ার সৃষ্টি করে!
মা আমার হেঁসে লুটোপুটি,
বিষম খেয়ে বলে,
শোনো আমার বোকা মেয়ে
মেঘ হলো জলকণায়
জমাট বাঁধানো রুপে
এই অপরুপ মেঘমাল্য
একমাত্র আল্লাহ সৃষ্টি করে।
যদি হতাম পাখি,
উড়ে গিয়ে ছুঁয়ে দিতাম,
নিজেকেও সাজিয়ে নিতাম
নীলাপস্বরী হয়ে!
আহা! দৃষ্টি ফেরানো যে দায়
কি অপরূপ সৃষ্টি তোমার
বিধাতা শাহেনশাহ।
যে তোমার সৃষ্টি এতো সুন্দর,
সে তুমি না জানি কতো সুন্দর!
হে পরওয়ারদেগার!
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.