প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২২ , ১১:৫০:২৩ প্রিন্ট সংস্করণ
আঠারো বছর বয়সের নেই ভয়-
পদাঘাতে চার ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ সাথা নেয়াবার নয়-
আঠারো বছর বয়স জানে না কাঁদা।
এ বয়স জানে রক্তদানের্ পূণ্য-
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূণ্য-
সঁপে আত্নাকে শপথের কোলাহলে।
আঠারো বছর বয়স থাকেনাকো বসে –
যখন শোনে অসহায়ের হাহাকার,
আঠারোরা আসুক যোদ্ধাদের বেশে-
প্রমাণ হোক আবারো তারুণ্যের গতি দুর্নিবার।।