কেন
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম
সুখের ঠিকানাগুলো কেন যে মুছে যায়
হৃদয়ে কেন যে বয়ে আসে দুঃখের ঝড়,
ইচ্ছেগুলো কেন যে ভেসে যায় দিগন্তে
তারার মাঝে কেন যে নীরব হয়ে থাকে।
আকাশ কেন যে ক্লান্ত মেঘে ঢেকে যায়
বেদনাগুলো কেন যে বয়ে আসে হৃদয়ে,
পুরনো স্মৃতিগুলো কেন যে কেঁদে মরে
ঝরা পাতার মতো কেন যে পড়ে থাকে।
দুঃখগুলো কেন যে সবেগে যায়না সরে
অবিরাম স্মৃতি হয়ে কেন যে উঁকি দেয়,
স্বপ্নগুলো কেন যে মুছে যায় অগোচরে
দুঃখের ভীড়ে কেন যে হারায় সুখগুলো।
সুখের স্মৃতিরা কেন যে আসে না ফিরে
হৃদয়ের আবরণে কেন যে হারিয়ে যায়,
সুখগুলো কেন যে ফিরেনা হৃদয় মাঝে
মনের বেদনা কেন যে হয়ে যায় নীরবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.