প্রতিনিধি ২৮ আগস্ট ২০২০ , ৮:৫৪:১২ প্রিন্ট সংস্করণ
গন্যমাধম ডেক্সঃ
জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম পাবনা জেলা শাখা কমিটির হয়েছে বেশকিছু দিন অাগে এই কমটির নিয়ে আলোচনা সভার পাবনা জেলা প্রেস ক্লাবে দীর্ঘায়ত সময় পার করেন তিন প্রত্রিকারর সম্পাদক সে সময়ে পাবনা জেলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের
সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এশিয়ান টিভি, এন টিভি, ৭১ টিভি সহ বেশ কিছু টিভির সাংবাদিক বৃন্দ।
এবং সুজারগর উপজেলা প্রেস ক্লাবেও দীর্ঘতম সময় পার করেন অাবারও উপজেলা প্রেস ক্লাবের সভাপতিঃ মোঃ মুহাম্মদ মাষ্টার সম্পাদক ও প্রকাশক বিজয় বাংলা বিডি24.com ও সাধারণ সম্পাদকঃ মনিরুজ্জামান মনির পাবনা প্রতিনিধি যায়যায় দিন এর সাথে ফের অাবারও কপির অাড্ডায় প্রত্র পত্রিকার বিভিন্ন দিক নিয়ে অালোচনা করেন সবাই মিলে অালোচনা করে।
কপির খাওয়ার অাড্ডায় ছিলেন জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম পাবনা জেলা শাখা কমিটির সদস্য সভাপতি মোঃ রাজিব জোয়াদ্দার বিডিসি ক্রাইম নিউজ সম্পাদক ও প্রকাশক
উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পাবনা জেলা শাখা কমিটির সদস্য মোঃ শিহাব অাহম্মেদ প্রাং দৈনিক আলোকিত ৭১ সংবাদ সম্পাদক ও প্রকাশক প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF)
উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখা কমিটির সদস্য সংগঠনিক সম্পাদক মোঃ শেখ রুবেল আহমেদ অামারদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশক