• Uncategorized

    ওসি মিজানুর রহমানের তত্ত্বাবধানে থাকা নবজাতক শিশুটি অবশেষে ঠিকানা পেল

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২০ , ৪:০৫:২০ প্রিন্ট সংস্করণ

    মোঃ আনোয়ার হোসেন-ঝিনাইদহ প্রতিনিধি:

    ঝিনাইদহে পুলিশ কর্তৃক তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত নবজাতক শিশু উদ্ধার হওয়ার পর থেকে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান শিশুটিকে নিজ খরচে চিকিৎসা সহ সার্বিক তত্ত্বাবধানের মধ্য রেখে শিশুটি সুস্থ হওয়ার পর হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

    ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেতুলতলা  বাজার এলাকায় শুক্রবার সকালে রাস্তার পাশ থেকে বাজার করা ব্যাগ এর মধ্য হতে উদ্ধার হওয়া শিশুটিকে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের  হারুন-অর-রশিদ নামের  এক নিঃসন্তান দম্পতির নিকট প্রতিপালনের জন্য দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

    শুক্রবার রাত ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ এর অফিস কক্ষে জরুরি বৈঠকে সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের হারুন-অর-রশিদ নামের ওই নিঃসন্তান দম্পতির নিকট শিশুটি হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রশিদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম  সহ অন্যান্যরা।

    উল্লেখ্য, নবজাতক শিশুকে পাওয়ার জন্য পাঁচজন নিঃ সন্তান  দম্পতি আবেদন করেন। আবেদন গুলো পর্যালোচনা শেষে উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ