• Uncategorized

    ওসি কামরুল ফারুকের স্বেচ্ছায় বদলি

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৬:০৩:৪০ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ পিন্টু  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুককে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে (ডিএমপি) খিলগাঁও থানার ওসি মোঃ মশিউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ((ক-সার্কেল)) মেহেদী ইমরান সিদ্দিকী।

    শুক্রবার (২০ নভেম্বর)  সন্ধ্যা রাতে নতুন ওসি থানার চার্জ বুঝে নিয়েছেন বিদায়ী ওসি কামরুল ফারুক এর কাছ থেকে। কামরুল ফারুক জানান, তিনি স্বেচ্ছায় বদলী হওয়ার জন্য গত ১৫ দিন আগে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে তার বদলীর অর্ডার হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দায়িত্ব পালন শেষে গত বছর সিদ্ধিরগঞ্জ থানায় যোগ দেন ওসি কামরুল ফারুক।

    ওদিকে, ওসি মশিউর রহমান ২০১৭ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে খিলগাঁও থানায় যোগ দেন। গতকাল শনিবার সন্ধ্যায় বিদায়ী ওসি কামরুল ফারুকের হাতে ফুল দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও টিভি সাংবাদিকরা শুভেচ্ছা জানান। এছাড়াও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য যোগ দেয়া ওসি মশিউর রহমান কে।

    এসময় সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি  আল-আমিন, দৈনিক ইয়াদ পত্রিকার সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি ও সিনিয়র ফটোসাংবাদিক কাজী আলমাছ, দৈনিক দেশ সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকায় স্টাফ রিপোর্টার মোঃ সাদ্দাম হোসেন মুন্না

    দৈনিক স্বদেশ পত্রিকার  সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ খায়রুল হাসান, ফটো সাংবাদিক সোহেল রানা, বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, দেশ রুপান্তর সিদ্ধিরগজ্ঞ প্রতিনিধি সোহেল রহমান দৈনিক আনন্দবাজার পত্রিকার সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি ও অনলাইন বজ্রধ্বনি’র বিভাগীয় সম্পাদক আহসানুল হাবিব সোহাগ সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ