প্রতিনিধি ৭ মার্চ ২০২১ , ৭:০৮:১১ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরের স্টেডিয়ামের পার্শ্বে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান শ্রীনগর উপজেলা প্রশাসনের পক্ষে থেকে উপেজলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার।
ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি স্বরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মুক্তিপ্রেমী লাখো জনতার সামনে ১৯ মিনিট ধরে দেয়া ভাষণে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। সেই সাথে তিনি পাকিস্তানের শোষণকারী শাসকগোষ্ঠীর হাত থেকে দেশকে মুক্ত করতে জাতিকে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। বঙ্গবন্ধুর কণ্ঠে ধ্বনিত হয়- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, উজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) কেয়া দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাস্টার,
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনা নার্গিস, কৃষি কর্মকর্তা সান্তনা রাণী, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ ডিজি এম মদন গোপাল সাহা, অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।