• সাহিত্যে

    ‘এ যেন এক জ্বলন্ত আর্তনাদ’ কলমে-সামিয়া ইসলাম অন্নি

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২১ , ৯:৪৬:০০ প্রিন্ট সংস্করণ

    এ যেন এক জ্বলন্ত আর্তনাদ
    কলমে-সামিয়া ইসলাম অন্নি

    আমি চেয়ে রয়েছি
    উৎকন্ঠিত ভাবে!!!
    উন্মুখ হয়ে,,
    সন্তানহারা শোকাতুর
    জননীর আকুল বিলাপের তরে।।।
    শিশুর মুখ ফলিত হয়ে ওঠে
    বজ্রের ন্যায় চিৎকারে ;;;
    ক্ষুধার জ্বালায়
    তবুও হায়!!!!
    মানুষ নামের মুখোশ ধারী খবীশের
    মানবতা শব্দের তীক্ষ্ম ধাক্কায়,,,,,
    ওঠে না কোনো দোলা।।।।।
    হায়রে মানবতা আজ কোথায়
    এসে পৌঁছেছি মোরা????
    শিশুর কন্ঠ ফাটা আর্তনাদ
    শোকাতুর মায়ের মর্মভেদী কান্নার জল
    চোখ বেয়ে ঝরে পড়ে, ——!!!
    বিলাপের মধ্যেই নিয়তির বিরুদ্ধেই
    নিষ্ফল অভিযোগ যেন ধ্বনিত হয়।।
    এই ভাবেই হাজারো মায়ের কোল ছিন্ন করে
    অমানুষের দুর্ত্তেয় খেলায়
    একটি সম্ভাবনাময় জীবনের
    অকালে মর্মান্তিক ছেদ নেমে আসে।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ