• সাহিত্যে

    ‘এসেছে ফুল বিঝু’ কলমে-জয়সেন চাকমা

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২২ , ৬:২৯:৫৫ প্রিন্ট সংস্করণ

    কবিতা: এসেছে ফুল বিঝু
    কলমে-জয়সেন চাকমা

    পুলকিত আজ চাকমা নর নারী
    মহানন্দে ভেসে পুষ্প দেশে
    কেউ পরেছে পিনোন-হাদি আর কেউ শাড়ি,
    ধবল ধুতির দলে দলে নর ছুটে পুষ্প কূলে
    এসেছে এসেছে ফুল বিঝু
    আজিই তো এসেছে।
    পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার ঝরঝর জলে
    ভাসিয়ে সাজিয়ে দেবো ভাতজোড়া, কৃষ্ণচূড়া, বেলি, জবা ফুলে ফুলে।
    গাবুরীর খোঁপায় গুছিয়ে রাখে
    নানার রঙের বিঝুর ফুল
    বিঝুর পাখি ডাকের সুরে বিস্মিত করে তার চুল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ