প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ৫:২৫:২৪ প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধিঃ
এশিয়া মহাদেশের সাংবাদিকদের উন্নয়ন মুলক সংস্হা জণসাধারণের কল্যানে নিবেদিত দাতব্য সংগঠণ এশিয়ান জার্নালিষ্ট চ্যারিটেবল সোসাইটি বরগুনা জেলা কমিটির নতুন সভাপতি মো: হাফিজুর রহমান (সহ-সভাপতি, বরগুনা প্রেসক্লাব)( দৈনিক বাংলাদেশের খবর)ও সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, খবর (টিভি)কে মনোনিত করে আগামী ০৩ বছরের জন্য ৩য় মেয়াদে নব-গঠিত কমিটি অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রিয় প্রেসিডেন্ট নাসরিন আক্তার ও মহাসচিব আবেদ হোসেন।
আজ ইংরেজী ৩১ শে অক্টোবর ২০২০ তারিখ শনিবার সকাল ১০.ঘটিকার সময় এশিয়ান জার্নালিষ্ট চ্যারিটেবল সোসাইটি বরগুনা জেলা কার্যালয়ে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে হাফিজুর রহমানের সভাপতিত্বে, দপ্তর সম্পাদক আসাদুল হক সবুজ (জাগরণী টিভি) এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুমোদিত ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষনা করেন সংগঠণের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন।
কমিটি ঘোষনার পর সংগঠণকে সামনের দিকে এগিয়ে নেওয়া সহ সাংবাদিকতা ও জনকল্যান মূলক বিষয়ের উপর বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তালুকদার মো: মনিরুজ্জামান (নির্বাহী সম্পাদক সমকাল নিউজ ২৪.) যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাফর খান(দৈনিক সমাচার দর্পন) সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শুভ(দৈনিক খবর বাংলাদেশ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা মোসা: রেক্সনা রুবি সমকাল নিউজ (২৪)। এ সময় যারা উপস্হিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মীর সোহেল(দৈনিক ফলাফল)
অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ দৈনিক (দিপাঞ্চল) প্রচার সম্পাদক মোঃ রাজু রায়হান।(দৈনিক খোলাচোখ)তথ্য ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক। নুরুল আমীন(দৈনিক সময়ের কন্ঠ)নির্বাহী সদস্য ইফতেখার শাহীন( দৈনিক আমাদের নতুন সময়)ও তালুকদার মোঃ আসাদ (দৈনিক আমাদের কন্ঠ)।আলোচনার শেষে উক্ত সভার সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।