• Uncategorized

    এমভি মকবুল -২ লঞ্চে ডাকাতি-মামলায় ৪জন আটক

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৯:০১:২১ প্রিন্ট সংস্করণ

    মেঘনা নদীতে এমভি মকবুল – ২ লঞ্চে ডাকাতি-মামলায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর মতলব গামী এমভি মকবুল-২ লঞ্চ গত ২০ নভেম্বর রাত ৯টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে মতলব উত্তর উপজেলার ষাটনলের উদ্দেশে রওনা দেয়। রাত ১১টায় লঞ্চটি মেঘনার মুন্সিগঞ্জের গজারিয়া ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী স্থানে পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল স্পিডবোটে করে এসে লঞ্চে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে লঞ্চটির চালক ও যাত্রীদের জিম্মি করে ফেলে।

    এরপর যাত্রীদের মারধর করে তাঁদের কাছ থেকে নগদ টাকা, ৫০-৬০টি মুঠোফোন ও বেশ কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।এ বিষয়ে মকবুল- ২ লঞ্চের মাস্টার আঃ হামিদ বাদী হয়ে মতলব উত্তর থানায় অজ্ঞাত নামা ১০/ ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ৷ মামলা নং- ২৪ তারিখ ২০- ১১- ২০২০ইং ৷

    এ বিষয়ে বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ও ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা মো.আবু তাহের জানান, এমভি মকবুল-২ নামে লঞ্চে মেঘনার গজারিয়া এলাকায় ডাকাতি হওয়ার পর মতলব উত্তর থানায় একটি ডাকাতি মামলা দায়েরের পর থেকে ডাকাতদের সনাক্ত করতে অভিযান শুরু করা হয় ৷ এই অভিযানে গোপন তথ্যের ভিক্তিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ৷

    গ্রেফতারকৃত ডাকাতরা হলো মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার আঃ খালেক পিতা- হেলাল সরকার, ফরিদ গাজী পিতা- ছানা উল্লাহ, লোহাজং উপজেলার তাজু পিতা- আজম খা, বাচ্চু ওরফে রাঙ্গা বাচ্চু পিতা- সিদ্দিক ফকির ৷

    সখিপুর থানার নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ীর উপ-পুলিশ পরিদর্শক আল-মামুন, মতলব উত্তর থনার বেলতলী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ও ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু তাহের ও ঢাকার কদমতলী থানা পুলিশের যৌথ অভিযানে ৭ জানুয়ারী ২০২১ইং তারিখ হতে গত ২ সাপ্তাহে ঢাকার কদমতলী থানার কাজলা, মুন্সিগঞ্জ জেলার মাওয়া ও মতলবের মোহনপুর থেকে এই ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়৷

    গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্দে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও বেলতলী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবু তাহের জানান ৷ তিনি আরোও বলেন,গ্রেফতারকৃত ডাকাতরা মকবুল ২ লঞ্চে ডাকাতি করার কথা শিকার করেছে ৷ বাকী ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ