• চট্টগ্রাম বিভাগ

    এমন এক বাঁশিওয়ালা বাঁশিতে সুর উঠে না বঙ্গবন্ধু ছাড়া

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২২ , ৭:৩৯:৫১ প্রিন্ট সংস্করণ

    শরিফ মিয়া ইসলামপুর-জামালপুর রিপোর্টার:

    পেশায় তিনি ভ্যানচালক হলেও ভুলেনি বঙ্গবন্ধুর কথা। বাঁশির সুরে তুলে ধরেন বঙ্গবন্ধুর ইতিহাস। ৩০ বছর ধরে একি সুর বাজে তার বাঁশিতে। এরকমই একজনের সন্ধান মিলেছে জামালপুর দেওয়ানগঞ্জ উৎমাচরে বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন। যখনই সে বাঁশি বাজায় ভির করে মুজিব পাগলরা অবশেষে ভ্যান চালানো ছেড়ে দিয়ে বাঁশি বাজিয়ে দিন কাটে তার। তাকে প্রশ্ন করা হলে সে বলে বঙ্গবন্ধু ছাড়া সুর উঠে না আমার বাঁশিতে। আমি যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুর সুরেই বাঁশি বাজিয়েই যাবো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ