প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ৫:৩০:৩১ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক :
বন্ধুবান্ধব কিংবা অফিসের সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মতোই জনপ্রিয় ফেসবুক মেসেঞ্জারও। তবুও প্রতি মুহূর্তে কী করে তাকে আরও আকর্ষণীয় করে তোলা যায় তা নিয়ে ভাবনাচিন্তা করে চলেছে মেটা। এবার জানা গেল, মেসেঞ্জারে নতুন নতুন আরও ফিচার আনছে মার্ক জুকারবার্গের সংস্থা।
এর মধ্যে রয়েছে স্প্লিট পেমেন্টস কিংবা ভ্যানিশিং মেসেজের মতো নানা ফিচার। বাড়ছে ভয়েস মেসেজেরও সময়কাল। তবে আপাতত কেবল আমেরিকাতেই চালু হচ্ছে এ ফিচারগুলো। ধীরে ধীরে অন্য দেশেও তা ছড়িয়ে পড়বে।
জেনে নেওয়া যাক কী কী নয়া ফিচার আনা হচ্ছে। একটি ব্লগ পোস্টে সংস্থার পক্ষে জানানো হয়েছে, আপাতত আমরা আমেরিকার আইওএস ও অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য স্প্লিট পেমেন্ট চালু করছি। পাশাপাশি রেকর্ডিংয়ের নিয়ন্ত্রণসহ ভয়েস মেসেজ এবং ডিসঅ্যাপেয়ারিং মেসেজও আনা হবে।
সেই সঙ্গে আনা হচ্ছে ভ্যানিশ মোডও। অনেকটাই হোয়াটসঅ্যাপের মতোই চাইলে, সেই বার্তাগুলোকে এমন ভাবে পাঠানো সম্ভব, যাতে তা গ্রাহক পড়ার পর নিজে থেকেই মুছে যায়। কেবল লিখিত টেক্সটই নয়, মিম, জিআইএফ, স্টিকার বা কোনো রিঅ্যাকশনও একই ভাবে ভ্যানিশিং মোডে পাঠানো যাবে।
এর আগে স্ক্রিনশট ডিটেকশন, মেসেজ রিঅ্যাকশনের মতো নানা ধরনের নতুন ফিচারের কথা শোনা যাচ্ছিল। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে এ নতুন ফিচারগুলো। মনে করা হচ্ছে, এর ফলে মেসেঞ্জার ব্যবহারের অভিজ্ঞতা অনেকটাই বদলে যেতে চলেছে।