প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ৪:৪৬:৩৮ প্রিন্ট সংস্করণ
মো. তুহিন ফয়েজঃ
কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের মাস্ক বিতরণ ৷মতলব উত্তর উপজেলার মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত ও করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও মাঠে কাজ করছেন। প্রতিদিনই তারা করোনার বিষয়ে মানুষকে সচেতন করছেন।
গতকাল ৪ এপ্রিল রোব্বার বিকেলে মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিএম ফারুকের নিজস্ব উদ্যোগে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য এখলাছপুর ইউনিয়নের বাসতলা,তুলাতলা,এখলাছপুর বাজার, বকুলতলা,মধ্যএখলাছপুর মোড়,কালিতলা, পথচারীসহ বিভিন্ন স্থানে ২ হাজার মাস্ক বিতরণ করা হয় ৷
এসময় জিএম ফারুক বলেন, প্রাণঘাতী করোনভাইরাস থেকে বাচতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা এবং সবাইকে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলতে হবে ৷
তিনি বলেন,আমরা সবাই সচেতন হলে এবং স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান জিএম ফারুক
এ সময় উপস্থিত ছিলেন, এখলাছপুর ইউপি সচিব করিম আহমেদ দিপু,ইউপি সদস্য মোশারফ হোসেন,এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হান্নান মাস্টার,দপ্তর সম্পাদক ওবায়েদ ঢালী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হেলাল প্রধান,ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাদশা মিয়া,সাবেক সভাপতি আমান উল্লাহ মাস্টার,থানা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক,
কৃষকলীগ নেতা মন্টু নেতা, সুলতান আহমেদ,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন খান,৩ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ (কুডু) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷