• Uncategorized

    এক হতভাগার বিদায়-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৭:২৩:১৭ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃএক হতভাগার বিদায়
    লেখকঃ শিহাব আহম্মেদ

    আমি শুনাতে চেয়ে ছিলাম –
    আমার হৃদয়ের কথা, তুমি শুনলে না।
    আমি বুঝাতে চেয়ে ছিলাম-
    আমার মনের ব্যথা, তুমি বুঝলে না।

    আমি দেখাতে চেয়ে ছিলাম-
    আমার বুকের ক্ষত, তুমি দেখলে না।
    আমি ভাবাতে চেয়ে ছিলাম-
    আমার জীবন নিয়ে, তুমি ভাবলে না।

    আজকে কেন শুনলে তুমি-
    মানুষের মুখে মুখে,মৃত্যুর খবর?
    আজকে কেন বুঝলে তুমি-
    কাটবে বাঁশ, খুঁড়বে মাটি, গড়বে কবর?

    আজকে কেন দেখলে তুমি-
    সাদা কাফন সরিয়ে, নির্বাক মুখ?
    আজকে কেন ভাবলে তুমি-
    জড়িয়ে আমার লাশ, হারিয়েছো সুখ?

    আজকে কেন কাঁদলে তুমি-
    আমার নামটি ধরে, পাগলের মতো?
    ফিরবো না আর কোন ডাকে-
    হতভাগা যাচ্ছি চলে, জনমের মতো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ