প্রতিনিধি ১৯ জুলাই ২০২২ , ৮:২৯:২২ প্রিন্ট সংস্করণ
এক অমাবস্যা
লেখক-শিহাব আহম্মেদ
এমনই কোনো এক
অমাবস্যা মধ্য রাতে,
ভুল করে চলে আসো
মনের এক জানলাতে।
জোনাকিরা আলো এনে
তোমাকে জোঁছনা ছড়াবে,
এ শহর চিনে নেবে ঠিক
চাঁদ নয়গো মোর প্রিয়ভাসে।
মনের ঘরে কালোমেঘ
ঝড়ে এলোমেলো সব,
প্রতিবন্ধী অপবাদ দিয়ে
নিজের স্বার্থের খোয়াব।
বলিনি বলবোনা কাউকে
তোমার দেয়া মৃদু আঘাত,
তবুও স্বপ্নেরা কেনো খুঁজে
কী কারনে তুমি মন দখলে।