প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৪:৩১:৪৭ প্রিন্ট সংস্করণ
আল শাহরিয়ার জিম-ভ্রাম্যমাণ প্রতিনিধি:
একুশে পদক প্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রংপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য, পল্লীবন্ধু এরশাদ-রওশন পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ।
সাদ এরশাদ এমপি থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি এক শোক বিবৃতিতে বলেন, অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া মাসুম আজিজ মঞ্চ, নাটক ও চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয় জয় করেছিলেন। তাঁর নজরকাঁড়া অভিনয়ের জন্য তিনি সকল প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। শোক বিবৃতিতে তিনি আরও বলেন, গুনি এই শিল্পীর অকাল এই চলে যাওয়ায় দেশের সংস্কৃতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহসাই পূরণীয় হবার নয়।
সাংসদ সাদ এরশাদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকে ভূষিত বরেণ্য এই অভিনেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকাভিভূত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।