প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২১ , ৩:২১:২২ প্রিন্ট সংস্করণ
আসিফ খন্দকার:
পুরো নাম ওয়াদিরা ওয়ালিয়া করিম মাহেরু।বাবা মোহাম্মদ হাফিজুল করিম শিপলু,মা সাদিয়া আক্তার। বর্তমানে স্ট্যান্ডার্ড থ্রি এর স্টুডেন্ট।এই বয়সেই মানুষের মনে যায়গা করে নিয়েছে তার গান,নাচ,আবৃত্তি!সমানহারে পারদর্শী ছবি আঁকাতেও।অসাধারণ প্রতিভাবান এই মেয়ের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।বর্তমানে ঢাকায় বসবাস। শিশুকাল থেকেই মেয়ের মধ্যে সৃজনশীলতা দেখেন মা সাদিয়া আক্তার।
তার সাহায্যে স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয় মাহেরু।সম্প্রতি প্রাপ্তির খাতায় যোগ হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার। তার গাওয়া গান,আবৃত্তি, নাচ এসব ভিডিও করে ফেসবুকের বিভিন্ন কালচারাল গ্রুপে পোস্ট দেন সাদিয়া আক্তার। মায়া মাখা তার সুন্দর কাজগুলো মন কেড়েছে দর্শকদের।প্রতিনিয়ত অগণিত মানুষের অনুপ্রেরণায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মাহেরু। দৈনিক আলোকিত ৭১ সংবাদের পক্ষ থেকে তার জন্য রইলো শুভ কামনা।