প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৩:৩৮:৫০ প্রিন্ট সংস্করণ
একটি বাছুর দেখতে এলাকাবাসীর ঢল শুক্রবার সকালে, সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের, আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেনের পালিত এক গাভীর পেট থেকে একটি অস্বাভাবিক বাছুরের জন্ম হয়।যার স্বাভাবিক চারটি পা ও পিঠের উপরে দুটি পা সহ মোট ছয়টি পা রয়েছে। এই বাছুরটি দেখতে যেমন এলাকাবাসীর ঢল,তেমনি আতঙ্কিত। স্থানীয় লোকদের ভাষ্য,তারা কখনো এরকম বাছুর দেখেনি।তবে বাছুরটি এখনো জীবিত রয়েছে