প্রতিনিধি ১০ মে ২০২৩ , ১২:০৩:৪৬ প্রিন্ট সংস্করণ
একটা তুমি চাই
কে,এম,সোহাগ হোসাইন
একটা তুমি চাই…
আমার প্রতি যার প্রণয় থাকবে গভীর,যাকে পরিপূর্ণ ভালোবাসা বলে,
প্রতি মুহূর্তে কন্ঠস্বরে ভালোবাসি বলবে না,
স্পর্শ ও পাশে থেকে বুঝিয়ে দিবে,প্রীতি থাকবে শেষ অবধি শেষ নিঃশ্বাস।
আমি এমন একটা তুমি চাই,
যার চিত্তে অপ্রকাশিত থাকবে মনঃকষ্ট,
যার হৃদয়ে থাকবে শুধুই আমার তৃ’ষ্ণা’য়-তৃ’ষ্ণা’র্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত,
যার জীবন কাহিনী লেখন হবে আমাকে ঘিরে।
এমন একটা তুমি চাই…
নিস্তব্ধ অশ্রুবর্ষণ,বুকের বাঁ পাশে হৃৎস্পন্দন,না বলা চিৎকার,হৃদয় পোড়া গন্ধ,
কি চাই আমি
নয়নের ভাষায় অন্তরে বুঝে নিবে।
অদৃষ্ট হলে,সংস্পর্শের বাহিরে গেলে
অনুভবে সুখ-ক্লেশ ভাগ করে নিবে,
অপেক্ষায় শেষ মুহূর্ত শেষ নিঃশ্বাস অবধি থাকবে,
আমি হীন,আমার স্থান শূন্যস্থান রাখবে।
আমি চলে গেলে
ভালোবাসা ছুঁড়ে দিবে আকাশপানে নিস্তব্ধ রাতে মিটিমিটি তারার সাথে গল্পে নির্ঘুম রাত পাড়ি দিবে।
এমন একটা তুমি চাই…
শেষ বিদায়ে মুখ উজ্জ্বল হাঁসি দিয়ে বিদায় দিবে আমায়,
এজনমে শেষ অবধি একাকী রবে,
পরজনমে আমায় পাওয়ার প্রার্থনায় রবে।