• বিনোদন

    এইবার নায়ক হয়ে আসছে চিকন আলী

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৪ , ১১:৩৮:৫২ প্রিন্ট সংস্করণ

    আরিয়ান রাকিব:

    শামিনুর রহমান (শামীম খান) (মঞ্চ নাম চিকন আলী হিসাবে সবচেয়ে বেশি পরিচিত), হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। চিকন আলী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন । চিকন আলী নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় জন্ম গ্রহণ করেন। চিকন আলীর দাম্পত্য সঙ্গী মডেল খুশি বিশ্বাস। চলচ্চিত্রে তিনি সাধারণত কৌতুক চরিত্রে অভিনয় করে থাকেন।

    চিকন ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম পরিচালিত রঙিন চশমা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে শিল্পে তার অভিষেক ঘটান। এরপর ২০০৮ সালে সুযোগ পান জাকির হোসেন রাজু পরিচালিত মনে প্রাণে আছো তুমি চলচ্চিত্রে, যেখানে শাকিব খানের বন্ধুর চরিত্রে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা ও প্রশংসিত হন তিনি। এরপর একে একে অভিনয় করেছেন তোর কারণে বেঁচে আছি, ভালবাসলেই ঘর বাঁধা যায় না, এক টাকার দেনমোহর, লাভ ম্যারেজ, হিটম্যানসহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ