প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২২ , ৬:১৭:০৩ প্রিন্ট সংস্করণ
কবিতা: এইতো আছি বেশ”
লেখক-শিহাব আহম্মেদ
ছায়া সুনিবিড় এই শান্ত পল্লীতে
খটখটে রোদ্দুর মাথার উপরে!
জীবন যুদ্ধে মোরা সবাই ভাই ভাই
ছুটে চলেছি টিকে থাকার লড়াইয়ে।
বুকে স্বপ্ন আর চোখে নিয়ে জল
কষ্টের কষাঘাতেও রয়েছি সচল
তবুও জীবন যুদ্ধে রয়েছি অটল
আমরা বীর বাঙালি ভাই ভাই।
এ পল্লীর ধূলোপড়া রাস্তা জানে
কতজন ঘুরেছে ক্ষুধার্ত পেটে!
দুয়ারে দুয়ারে কর্মের আশাতে
তবুও যেনো চোখের স্বপ্ন হাঁসে।
ঘরে ঘরে রয়েছে অনাহারী মুখ
তৃষ্ণায় যেনো ফাটে শুষ্ক বুক।
বেদনায় বুকে কেউ পাথর বাঁধে
তবুওতো হাসিমুখে লুকাই মুখ।