প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৫:০৪:২৫ প্রিন্ট সংস্করণ
কবিতা-উড়াল পাখি
লেখকঃ শিহাব আহম্মেদ
তোর আকাশে আমি উড়াল পাখি
উড়ে উড়ে ঘুরে ঘুরে ক্লান্ত দুটি আখিঁ ।
কোথাই আমার সুখের বসত ঘর
কোন সাগরে করিবো নঙ্গর
এতো বড় আকাশ তোমার,আমায় করলি পর
উড়ে উড়ে ঘুরে ঘুরে আমি যাই।
তোর আকাশে আমি রঙ্গীন ঘুড়ি
উড়ে উড়ে ঘুরে ঘুরে তোর সীমানায় আসি ফিরি,
তুই যে আমার দিবস রজনী
তোর কিনারায় আমার বসত বাড়ি ।
তোর সাগরে আমি ভাসাই তরী
তোর বাতাসে যত খেলা, আমি বাচিঁ-মরি
তুই যে আমার ফুটা পদ্ম ফুল
তুই যে আমার মাথার সর্ব চুল।