উল্লাপাড়া পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
সভাপতি সুজিত, সম্পাদক রতন ‘ধর্ম যার যার, রাস্ট্র সবার' এই শ্লোগানকে সামনে রেখে উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের ঝিকিড়া শ্রী শ্রী গোপাল জি মন্দির অঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।
প্রথম অধিবেশনে সংগঠনের উপজেলা কমিটির সভাপতি বাবু গৌতম দত্তের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ কুমার কানু, বিশেষ আলোচনা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সনজয় সাহা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবু প্রাণ গোবিন্দ চৌধুরী, বাবু এ্যাড. রনজিৎ মন্ডল স্বপন, বাবু হীরক গুণ, বাবু এ্যাড. কল্যাণ কুমার সাহা, বাবু বিজয় দত্ত অলক, উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলু কুমার ভৌমিক প্রমুখ।
প্রথম অধিবেশনে সভাপতি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে দ্বিতীয় অধিবেশনের কাজ শুরু করেন। এতে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের সমম্বয়ে ৫ সদস্যের নির্বাচনি কমিটি গঠিত হয়। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন। ৪৫ ভোটের মধ্যে ২৬ ভোট পেয়ে সভাপতি পদে শ্রী সুজিত কুমার ঘোষ ও ৩৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে শ্রী রতন কুমার সরকার নির্বাচিত হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.