মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ ঘর থেকে আকুল ইসলাম (১৯) নামে বাক প্রতিবন্ধী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ।শনিবার (১১জুন) দুপুরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকুল উপজেলার ধরইল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।পুলিশ ও নিহত ব্যক্তিরপরিবার এখন পযন্ত এ মৃত্যর কোনো কারণ জানাতে পারেনি।উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম শহীদ বলেন, শনিবার আনুমানিক বেলা ২টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল গ্রামের নিজ ঘর থেকে আকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বনানী প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ছিলেন।এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.