প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ৯:৪২:২৩ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের ৫টি গরু মারা গেছে। সোমবার ভোর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামে এ ঘটনায় কৃষক মাজেদ আলীর ৫টি গরু মারা গেছে বলে জানা যায়।
কৃষক মাজেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে বৃষ্টির সময় বজ্রপাতে গোয়াল ঘরে বেঁধে রাখা ৬টি গরুর মধ্যে ৫টি গরুর মৃত্যু হয়েছে। গরু ৫টির আনুমানিক মুল্য প্রায় ৬লাখ টাকা। এতে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান।
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, এক সঙ্গে ৫টি গরু মারা যাওয়ায় মাজেদ আলী একেবারে নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.উজ্জল হোসেন বলেন, বজ্রপাতে ৫ টি গরু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।