প্রতিনিধি ৬ মে ২০২৪ , ৫:৩৪:২৪ প্রিন্ট সংস্করণ
নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধ ও লাইসেন্স, হেলমেড বিহীন যান এবং মোটরসাইকেলে ৩জনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নড়াইলের ট্রাফিক পুলিশের সাড়াশি অভিযান চলছে।
সোমবার (৬ মে) সকাল ১০ টার সময় লোহাগড়া বিভিন্ন স্থানে এই অভিযান চালায় নড়াইল (ট্রািফিক) পুলিশ। নড়াইল জেলার পুলিশ সুপার মো.মেহেদী হাসান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ট্রাফিক) ফারুক আল মামুন ভুইঁয়ার নেতৃত্বে,
টিএসআই সাইদুল সহ অন্যান্য ফোর্সসহ লোহাগড়া লক্ষীপাশা মোড় সহ শহরের বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযানে পরিচালিত হচ্ছে। অভিযানে অবৈধ যানবাহন জব্দ লাইসেন্স বিহীন যান এ মামলা ও আটক করে এবং শহর যানজটমুক্ত করতে বিশেষ ট্রাফিক পুলিশ কাজ করছে। এ বিষয়ে পুলিশ পরিদর্শক (ট্রাফিক) ফারুক আল মামুন ভুইঁয়া বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় শহরের যানযট মুক্ত করনসহ অবৈধ এবং লাইসেন্স বিহীন যানের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে যা ভবিষৎ এ অব্যাহত থাকবে।